চকচক করলেই সোনা হয় না কেন?
কারণ, ইদানীং আরও অনেক কিছুই চকচক করে তো! তার মধ্যে নকল সোনাও আছে।
সম-অধিকার হওয়া সত্ত্বেও নাম দুটো কেন—পুরুষ ও মহিলা?
সম-অধিকারটা কাদের মধ্যে সেটা বুঝতে হবে না!
অর্থই অনর্থের মূল কেন?
অর্থ থেকেই অনর্থ নামক বৃক্ষ জন্মায়, আর অর্থটা গোড়াতেই থেকে যায় তো!
চালাক আর চতুরের মধ্যে পার্থক্য কোথায়?
কাজ নির্বাচনের ক্ষেত্রে!
আমরা যত গর্জি তত বর্ষি না কেন?
আসলে গজরাতে গজরাতে বর্ষণের জন্য আর এনার্জি থাকে না! এমনিতেই বিদ্যুতের অনেক ঘাটতি!
রস+আলো দুর্নীতিবাজদের নিয়ে এত ফান করে কেন?
আর কিছুই তো করার নেই! আর কিছু করার থাকলে সেটাও করত!
প্রতিশ্রুতি এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে সম্পর্ক কী?
গভীর! প্রতিশ্রুতি শুধু দিলেই হয়, রক্ষা না করলেও জনগণ মাইন্ড করে না।
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারি ২৭, ২০১২
Leave a Reply