মেয়েটি বসন্তকাল ভালোবাসে। ছেলেটি—হেমন্তকাল। মেয়েটির পছন্দ মাছের কাটলেট। ছেলেটি পছন্দ করে মাংসের চপ।
হইচই ও আড্ডায় মেয়েটির বিপুল উৎসাহ। ছেলেটি নৈঃশব্দ্য ও নিস্পন্দতার পক্ষপাতী।
মেয়েটির যেন পায়ের তলায় সরষে। ছেলেটি গৃহাসক্ত।
মেয়েটি অমিতভাষী। ছেলেটি স্বল্পবাক।
ছোটবেলা থেকেই এই পৃথিবীটা বদলে দেওয়ার স্বপ্ন মেয়েটির। ইচ্ছে অভূতপূর্ব কোনো কীর্তি গড়ার।
ছেলেটি ছোট থাকতেই উপলব্ধি করেছে, কোপারনিকাস সে হতে পারবে না, গ্যালিলিও তো দূরের কথা।
মেয়েটি রোমান্টিক। ছেলেটি বাস্তববাদী।
কবিতা ছাড়া বাঁচার কথা মেয়েটি ভাবতেও পারে না। ছেলেটির অ্যালার্জি কবিতায়।
মেয়েটি স্বর্ণকেশী। ছেলেটির চুলের রং কালো।
মেয়েটি পছন্দ করে সোনালি চুলের ছেলেদের। ছেলেটির কালো চুলের মেয়েরা।
তাতে কী! তারা দুজনেই নিজেদের মতো করে সুখী।
মেয়েটি থাকে সিকতিভকারে। ছেলেটি ব্রিয়ানস্কে।
পূর্ববর্তী:
« দুয়ারে এসেছে লোডশেডিং – মোম-হারিকেন জ্বালো
« দুয়ারে এসেছে লোডশেডিং – মোম-হারিকেন জ্বালো
পরবর্তী:
দূর হও »
দূর হও »
Leave a Reply