‘তোমার জন্য আমি সব করতে পারি। তুমি পাশে থাকলে আমি হয়ে উঠি প্রবল শক্তিধর!’—ছেলেটি তার বাহু ভাঁজ করল। শার্টের ওপর দিয়েই দেখা গেল তার ফুলে ওঠা পেশি!
ছেলেটির দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসল মেয়েটি।
‘তোমার জন্য আমি আকাশ থেকে তারা এনে দিতে পারি!’—ছেলেটি লাফ দিল, নৈশ নীলিমা কমে গেল একটি তারা!
মেয়েটি আবার ছেলেটিকে উপহার দিল মনোহর হাসি!
ছেলেটি তখন বলল—
‘তোমার জন্য আমি যেতে পারি পৃথিবীর শেষ প্রান্তে!’
‘ঠিক আছে, আমাদের বিয়ে হবে,—মেয়েটি সম্মতি জানাল অবশেষে। কিন্তু…
কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ছেলেটি রওনা দিয়ে দিয়েছে পৃথিবীর শেষ প্রান্তের উদ্দেশে।
পূর্ববর্তী:
« প্রতিশ্রুতি পালন
« প্রতিশ্রুতি পালন
Leave a Reply