সান্ধ্য পথ ধরে হেঁটে যাচ্ছিল প্রেমিকযুগল।
‘এই বাড়িটা কী চমৎকার!’—মেয়েটি বলল।
‘হ্যাঁ, দারুণ!’—বলল ছেলেটি।
‘কিন্তু ওই বাড়িটা আমার পছন্দ হচ্ছে না,’—মেয়েটি বলল।
‘তাই?’—বলে ছেলেটি মুঠো পাকিয়ে তেড়েফুঁড়ে এগিয়ে যেতে থাকল বাড়িটার দিকে।
‘করছোটা কী!’—মেয়েটি বলল চিৎকার করে, ‘দাঁড়াও, বাড়িটায় মানুষজন আছে তো। তাদের তো কোনো দোষ নেই।’
পূর্ববর্তী:
« ভালোবাসা – আহসান হাবীব
« ভালোবাসা – আহসান হাবীব
পরবর্তী:
ভালোবাসা কেনা যায় না তবে মূল্য দিতে হয় »
ভালোবাসা কেনা যায় না তবে মূল্য দিতে হয় »
Leave a Reply