সেলিব্রেটি হলেন তিনিই, যিনি সারাটা জীবন কঠোর পরিশ্রম করেন সুপরিচিত হওয়ার জন্য, এবং তারপর কালো রোদচশমা পরে ঘোরাফেরা করেন, যাতে করে কেউ তাঁকে চিনতে না পারে।
ফ্রেড এ অ্যালেন
মার্কিন কৌতুক অভিনেতা
কী করে রিলাক্স করা সম্ভব—এই বিষয়ে একটা বই পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু একসময় ঘুমিয়ে পড়লাম আমি!
জিম লয়
মাছের সামনে সব মানুষই সমান। সবাই শত্রু।
হার্বার্ট হুভার
সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সত্যি বলার চেয়ে ভালো কোনো পথ নেই, যদি না আপনি অসাধারণ মিথ্যাবাদী হন।
জেরোম কে জেরোম
ব্রিটিশ লেখক
সে-ই ভালো বন্ধু যে অর্ধেক ভেঙে যেতে দেখেও আপনাকে ভালো একটা ডিম হিসেবে বিবেচনা করে।
অজ্ঞাত
আপনি যা চান, তা দেওয়ার জন্য একটি সরকার যথেষ্ট, আবার আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার জন্যও একটি সরকার যথেষ্ট।
টমাস জেফারসন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট
জীবনে কেবল একটা এক্সারসাইজই করেছি আমি, যেসব বন্ধু এক্সারসাইজ করত তাদের কফিনের পেছনে হাঁটা।
পিটার ওটুল
আইরিশ অভিনেতা
Leave a Reply