বাংলাদেশে কি একটি জাতীয় চুপচাপ দিবসের আয়োজন করা যায়?
যায়, কিন্তু ওই দিন চুপচাপ থাকা নিয়ে যে পরিমাণ কথা ও বাণী হবে তার জন্য হচ্ছে না।
সেরা প্রশ্নকারীকে ১০০ টাকার প্রাইজবন্ড দেওয়া হয় কেন?
প্রশ্ন পাঠাতে নিরুৎসাহিত করার জন্য।
কোনটি ডিজিটাল: ইয়ে করে বিয়ে না বিয়ে করে ইয়ে?
এসব ইয়ে-বিয়ে বাদ দিয়ে রাত জেগে মোবাইলে কথা বলা।
গরম আর ঠান্ডার মধ্যে পার্থক্য কী?
খুব সিম্পল, কাউকে ঠান্ডা করতে হলে নিজেকে গরম হতে হয় (এসি দ্রষ্টব্য)।
বর্তমানে বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কী?
রাজনৈতিক দলগুলোর মত-অভিমত-দ্বিমত-পাল্টামত এসব।
আমাদের দেশের মন্ত্রীরা পদত্যাগ করে না কেন?
কী আশ্চর্য! পদ ত্যাগ করলে ওনারা হাঁটবেন কী করে!!
Leave a Reply