লুসিয়ার সঙ্গে রেস্টুরেন্টে দারুণ কাটল সময়টা। হিসাব করে রেখেছি, পাঁচ রুবল পঁচাত্তর কোপেক বিল আসার কথা।
ওয়েট্রেস এসে বলল, ‘বিল হয়েছে সাত রুবল চব্বিশ কোপেক।’
এই গলাকাটা বিল উদয় হলো কোত্থেকে! ভাবলাম আমি মনে মনে।
ওয়েট্রেস দাঁড়িয়ে আছে, মুখে বেহায়ার হাসি। নিশ্চয়ই বুঝতে পারছে, বান্ধবীর সামনে লজ্জায় পড়তে চাইব না বলে বিল নিয়ে আমি খ্যাঁচখ্যাঁচ করব না। আমি কি কঞ্জুস নাকি!
ব্যাপার না! ভাবলাম আমি, কাল আবার আসব এর একটা ফয়সালা করতে।
‘সাত রুবল চব্বিশ কোপেক কেন?’ বিড়বিড় করে বলল লুসিয়া, ‘পাঁচ রুবল পঁচাত্তর কোপেক হওয়ার কথা না?’
‘তাই বুঝি! আমি দুঃখিত!’ দীর্ঘশ্বাস ফেলে ওয়েট্রেস বলল, ‘আমার ভুল হয়েছে হিসাবে।’
ভাগ্যিস ভালোয় ভালোয় সব মিটে গেল! ভাবলাম আমি। তবে দুঃখের কথা এই যে, লুসিয়া, বোঝা গেল, কঞ্জুস।
পূর্ববর্তী:
« কজন ভিজবে
« কজন ভিজবে
পরবর্তী:
কটা কিছু বলতেই হবে »
কটা কিছু বলতেই হবে »
Leave a Reply