—কে জানি বলছিল, সরকার দুর্নীতিগ্রস্ত?
—আমি, কেন?
—মামলা ঠোকা হবে আপনার বিরুদ্ধে, মিথ্যে অভিযোগের কারণে।
—আমি আর বলব না, প্লিজ, ক্ষমা করে দিন।
—মামলা, মামলা! মামলা ছাড়া কোনো কথা নেই।
—অনুনয় করে বলছি, প্লিজ, না। এই নিন এক মিলিয়ন ডলার।
—এটা কী? ঘুষ দিচ্ছেন নাকি?
—আরে না, এটা সুভেনির।
—তাহলে এই বাক্সে রাখুন। দুটো সুভেনির…না, তিনটে।
—ধন্যবাদ।
—ওয়েলকাম। তো এখন বলুন দেখি, সরকার কি দুর্নীতিগ্রস্ত?
—কী বলছেন এসব! অবশ্যই না!
—দেখলেন তো! আপনি এখন যেতে পারেন। নেক্সট!
(অজানা লেখক)
Leave a Reply