টেকনিক্যাল সাপোর্ট ডিপার্টমেন্টে ফোন।
—আমি গতকাল আপনাদের কাছ থেকে কম্পিউটার কিনেছি, কিন্তু এখন সেটা কাজ করছে না।
—কখন থেকে, একটু বিশদভাবে বলবেন কি?
—আজ কম্পিউটার অন করলাম যখন, তখন অনেক প্রোপ্রামের সঙ্গে নরটন কম্যান্ডারও লোড হলো। তাকিয়ে দেখি, বাঁ পাশে ড্রাইভ ‘সি’, ডান পাশেও ড্রাইভ ‘সি’। ভাবলাম, দুটো ‘সি’ ড্রাইভ দিয়ে আমি করবটা কী! দিলাম একটা ডিলিট করে!
পূর্ববর্তী:
« দিনের বেলায়ও
« দিনের বেলায়ও
পরবর্তী:
দিলে খেলে পেলে »
দিলে খেলে পেলে »
Leave a Reply