কেউ যদি ঔপন্যাসিক হওয়ার মতো মেধাবী বা আইনজীবী হওয়ার মতো স্মার্ট না হন এবং অস্ত্রোপচার করার সময় তাঁর হাত কাঁপে, তখন তিনি সাংবাদিক হন।
অজ্ঞাত
বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে সহজলভ্য দুটি জিনিস হলো হাইড্রোজেন আর বোকামি।
হারলান এলিসন
মার্কিন লেখক
তার অনিদ্রা রোগটা খুবই বেড়েছিল। বেচারা অফিসে ঘুমাতে পারত না।
আর্থার বায়ের
মার্কিন সাংবাদিক
বিয়ের কথা আমি মাঝেমধ্যেই ভেবেছি। তারপর আবার ভেবেছি।
নোয়েল কাওয়ার্ড
ব্রিটিশ নাট্যকার
জ্ঞানী হওয়া খুব সোজা। শুধু বোকার মতো কিছু একটা ভাববেন, কিন্তু বলবেন না।
স্যাম লেভেনসন
মার্কিন রম্যলেখক
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২৬, ২০১১
Leave a Reply