ছেলেপুলেদের কীভাবে বড় করতে হয়, সবাই তা জানেন। কেবল তাঁরাই জানেন না, যাঁদের ছেলেপুলে আছে।
পি. জে. ও’ররকে
মার্কিন লেখক
বাড়ির কাজকর্ম মৃত্যুর কারণ হতে পারে না, তবে সেধে সেধে কেন ঝুঁকি নিতে যাবেন!
ফাইলিস ডিলার
মার্কিন অভিনয়শিল্পী
মানুষ চিন্তায় হারিয়ে যায়, কারণ জায়গাটা অচেনা।
পল ফিক্স
মার্কিন অভিনয়শিল্পী
আজকের
রাতের আবহাওয়ার পূর্বাভাস: অন্ধকার।
জর্জ কার্লিন
মার্কিন লেখক ও কমেডিয়ান
নিজেকে চিকন দেখানোর একটাই উপায়, মোটা একজনের পাশে দাঁড়ানো।
রডনি ড্যাঞ্জারফিল্ড
মার্কিন কমেডিয়ান
আমি আমার ডাক্তারকে বললাম, দুই জায়গায় পা ভেঙেছে আমার। তিনি বললেন, ওই দুই জায়গায় আর যাবেন না!
হেনি ইয়ংম্যান
মার্কিন কমেডিয়ান এবং বেহালাবাদক
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২১, ২০১১
Leave a Reply