আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি রুমে হাঁটছেন এবং একসময় আবিষ্কার করলেন যে আপনি কী কারণে হাঁটছেন সেটা ভুলে গেছেন? আমার মনে হয় একটা কুকুর এভাবেই তার জীবন পার করে দেয়।
সু মারফি
মার্কিন কমেডিয়ান
ইনসমনিয়া থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রচুর পরিমাণে ঘুমানো।
ডব্লিউ সি ফিল্ডস
মার্কিন কৌতুকাভিনেতা
একজন জ্ঞানী লোক সব সময় প্রস্রাব করার পর হাত ধোয়। আর অধিকতর জ্ঞানী লোক কখনোই তার হাতে প্রস্রাব করে না।
অজ্ঞাত
আপনার বাবা-মা যদি নিঃসন্তান হয় তবে আপনারও নিঃসন্তান হওয়ার সম্ভাবনা আছে।
ডিক ক্যাভেট
মার্কিন টিভি উপস্থাপক
সেন্সর বোর্ডের সবচেয়ে খারাপ জিনিস হলো… (সেন্সর বোর্ড কর্তৃক সেন্সর করা হলো)
অজ্ঞাত
আপনি অনেক কিছু পর্যবেক্ষণ করতে পারবেন শুধু দেখার মাধ্যমে।
লরেন্স পিটার বেরা
মার্কিন বেসবল খেলোয়াড়
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১৪, ২০১১
Leave a Reply