হোয়াইট ওয়াইন কী?
—সবুজ আঙুর থেকে তৈরি হলদেটে পানীয়কে হোয়াইট ওয়াইন বলা হয়।
বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইউক্রেনীয় ক্লিচকো ভ্রাতৃদ্বয়কে বর্ণবাদী বলে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তাঁরা সুযোগ পেলেই পিটিয়ে তক্তা বানিয়ে ফেলছেন কৃষ্ণাঙ্গদের।
অনেক লেখককে বলতে শোনা যায়, যে কখনো বই লেখেনি, তার উচিত নয় অন্যের বইয়ের সমালোচনা করা।
—একদম ভুল কথা। আমি কখনো ডিম পাড়িনি বলে অমলেটের স্বাদের বিষয়ে মন্তব্য করতে পারব না?
তোমার চশমার পাওয়ার কত?
—মাইনাস পাঁচ।
—খুব ঠান্ডা নিশ্চয়ই!
সরকার বেতন দেয় না কেন?
—কারণ, সরকার কর্মচারীদের ভালোবাসে এবং টাকা দিয়ে ভালোবাসাকে কলুষিত করতে চায় না।
দুই মহিলার সংলাপ।
—আপনার মেয়ে কেমন আছে?
—বিয়ে হয়েছে কয়েক বছর হলো। স্বামীটা খুবই ভালো। রান্নায় সাহায্য করে, ধোয়ামোছা করে, ছেলেমেয়েদের দেখাশোনা করে…
—আর আপনার ছেলে?
—বেচারার ভাগ্য খারাপ। এক দজ্জাল বউয়ের পাল্লায় পড়েছে। বেচারাকে রান্না, ধোয়ামোছা তো করতে হয়ই, দেখাশোনাও করতে হয় ছেলেমেয়েদের।
সংকলন ও অনুবাদ: মাসুদ মাহমুদ
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১৭, ২০১১
Leave a Reply