একদিন কান পেতে আমার পেনসিলদের কথোপকথন শুনলাম।
লাল পেনসিল বলল বড়াই করে:
—আমি সমস্ত ভুল শুদ্ধ করি। আমি অপাপবিদ্ধ, নিষ্পাপ।
কেমিক্যাল পেনসিল চিৎকার করে বলল:
—আমাকে কেউ মুছে ফেলতে পারে না। আমি অমর।
টেকনিক্যাল পেনসিল যুক্তি দেখাল:
—আমার চেয়ে সূক্ষ্ম ও সরু করে কেউ আঁকতে পারে না। আমি অনন্য।
সাধারণ পেনসিলের গলা শোনা গেল না। লিখে লিখে, ক্ষয় হতে হতে প্রায় নিঃশেষিত হয়ে গেছে। বিতর্কে অংশ নেওয়ার শক্তি তার আর নেই।
আমার মনে হলো, মাঝেমধ্যে অতিপ্রয়োজনীয় না হওয়াটাই কি শ্রেয় নয়?
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১৭, ২০১১
Leave a Reply