এই ধরাধামে সবাই কাউকে না কাউকে বা কিছু না কিছু অপছন্দ করে। একদল সহ্য করতে পারে না ইহুদিদের। ইহুদিরাও ছেড়ে কথা কয় না। অনেকে স্লাভীয়দের দেখতে পারে না। কেউ কেউ সন্দেহের চোখে দেখে এশীয়দের। শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের পারস্পরিক অপছন্দের ব্যাপারটিও নতুন কিছু নয়। প্রটেস্ট্যান্ট সুযোগ পেলেই অপমান করে ক্যাথলিককে, অর্থোডক্স সেকট্যারিয়ানকে, সার্বীয় বসনীয়কে, রক্ষণশীল উদারপন্থীকে, ভাড়াটিয়া বাড়িওয়ালাকে…।
অবস্থাদৃষ্টে মনে হয়, অনাদিকাল থেকে এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না।
এখন আপনারাই বলুন, অপছন্দ, অপ্রেম আর অভালোবাসার এই সর্বগ্রাসী জোয়ারে কী এমন অপরাধ আমি করছি মদ্যপান ভালোবেসে?
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১০, ২০১১
Leave a Reply