এই শতাব্দীর অনেক উইলে লগইন ও পাসওয়ার্ড থাকবে।
গোয়েন্দা বিভাগে ভর্তিপরীক্ষায় পাঁচটি প্রশ্নের জবাবেই ইভানভ নীরব রইল। এবং সে নিযুক্তি পেয়ে গেল।
দুই বান্ধবীর কথোপকথন।
—তুই বরং আন্দ্রেইকে ছেড়ে দে।
—কেন?
—দেখছিস না, বিয়ে করা নিয়েই কত টালবাহানা? তাহলে ভাবতে পারিস, ডিভোর্সের সময় সে কী করবে?
অন্ধকার পথে আইফোনের আলো জ্বালিয়ে পথ চলা—অশুভ লক্ষণ।
কাশি হলে খুব কম লোকই ডাক্তারের কাছে যায়। বাকিরা যায় সিনেমা হলে।
লাই-ডিটেকটরের চেয়ে গরম ইস্তিরি অনেক বেশি কার্যকর।
ডাক্তার বন্ধুর হাতে লেখা চিঠির মর্মোদ্ধার করতে না পেরে ওষুধের দোকানের কর্মচারীর শরণ নিল এক লোক। কর্মচারী চিঠিতে চোখ বুলিয়ে তাক থেকে এক শিশি মিক্সচার তার সামনে রেখে বলল, ‘১০০ রুবল।’
অনাগত সম্ভাব্য দুঃসময়ের কথা ভেবে পেত্রোভ এত বেশি সঞ্চয় করেছেন যে এখন তিনি দুঃসময়ের অধীর প্রতীক্ষায়।
স্তূপ করে রাখা কমলালেবুর পাশে এক বালক ঠায় দাঁড়িয়ে আছে।
—চুরি করার চেষ্টা করছ?
বালক জবাব দিল, ‘না, চুরি না করার চেষ্টা করছি।’
পুতিন এত ক্ষমতাবান যে তিনি ওয়েবপেইজ ছিঁড়ে ফেলতে পারেন।
সংকলন ও অনুবাদ: মাসুদ মাহমুদ
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১০, ২০১১
Leave a Reply