১২০ বছর বয়সী মহিলার নাতির ধৈর্যের সীমা অতিক্রম করে যাওয়ায় সে শেষমেশ নিজেই ফ্ল্যাট কিনে ফেলল।
দীর্ঘদিনের গবেষণার পর বিজ্ঞানীরা নির্দিষ্ট করতে পেরেছেন, মেয়েরা কী চায়। তবে জানা গেছে, এই তথ্য প্রকাশের পরপরই মেয়েরা তাদের মত পাল্টে ফেলেছে।
যে কোনো বয়সেরই নিজস্ব ও অনন্য একটি ব্যাপার আছে। এই যেমন, ৫১ বছর সংখ্যাটিকে ১৭ দিয়ে ভাগ করা যায় ভগ্নাংশ ছাড়াই।
বিমানবালা জিজ্ঞেস করছে এক যাত্রীকে:
-চা না কফি?
-কফি।
-আপনার উত্তর ভুল হয়েছে। চা!
বেশি রাতে খাওয়া নাকি খারাপ! তা-ই যদি হবে, তাহলে ফ্রিজের ভেতরে আলোর ব্যবস্থা রাখা আছে কেন?
ট্র্যাফিক পুলিশদের দৃষ্টিতে মানুষ দুই ধরনের: যারা ট্র্যাফিক আইন ভঙ্গ করে এবং যারা ট্র্যাফিক পুলিশদের শত্রু।
পরীক্ষার আগে ছাত্র শুয়ে শুয়ে পড়ছে। বাবা ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন:
-কী পড়ছ?
-কোয়ান্টাম মেকানিকস।
-বই উল্টো করে ধরে রেখেছ যে!
-সোজা করে ধরে রাখলেও বুঝি না তো!
অনাহূত অতিথির চেয়ে গেড়ে-বসে-থাকা অতিথি বেশি অসহনীয়।
মেয়েলি যুক্তির উদাহরণ: সম্ভাব্য সমস্ত প্রেমিককে প্রত্যাখ্যান করে পরে ফিচ-ফিচ করে কাঁদতে কাঁদতে বলা, ‘আমাকে কেউ ভালোবাসে না।’
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ০৩, ২০১১
Leave a Reply