—সিট ডাউন!—নিকোলাই ইভানোভিচ তাঁর কুকুরকে আদেশ দিলেন উঁচু গলায়।
জ্যাক বসল।
—বুদ্ধিমান কুকুর!—প্রশংসা করলেন নিকোলাই ইভানোভিচ। —এখন, লাই ডাউন!
জ্যাক শুয়ে পড়ল।
—বুদ্ধিমান কুকুর! গেট আপ!
জ্যাক উঠল।
—লাই ডাউন!… সিট ডাউন!… গেট আপ!… লাই ডাউন!… গেট আপ!… সিট ডাউন!… লাই ডাউন!… সিট ডাউন!… অ্যান্ড নাউ, স্পিক!
—উজবুক তুমি!—জ্যাক বলল।
পূর্ববর্তী:
« বুদ্ধিমত্তা ও বোকামি – ভ্লাদিমির লেবেদেভ
« বুদ্ধিমত্তা ও বোকামি – ভ্লাদিমির লেবেদেভ
পরবর্তী:
বুদ্ধিমান বানর »
বুদ্ধিমান বানর »
Leave a Reply