খুদে বালিকা বলল:
—পিওতর, শোনো। তুমি হবে বাবা। তুমি বাসায় এসে ঢুকবে, আর আমি হব মা।
কিছু একটা ধরার ভঙ্গিতে দুই হাতে মুঠি পাকাল পিওতর। এগিয়ে ধরল সামনে। তারপর বোকাটে হাসি হেসে বলল:
—অবশেষে বাসায় এলাম। দুই বোতল বিয়ার নিয়ে এসেছি সঙ্গে।
—গর্দভ কোথাকার!—বালিকা চিৎ কার করে বলল তার উদ্দেশে।—বিয়ার নিয়ে এসেছ! বাচ্চার জন্য অন্তত চকলেটও যদি নিয়ে আসতে…
পূর্ববর্তী:
« খেলনা ভাঙে না
« খেলনা ভাঙে না
পরবর্তী:
খেলা তো পরিত্যক্ত »
খেলা তো পরিত্যক্ত »
Leave a Reply