—চলুন, আমরা সবার ভালো করি।
—কিন্তু আমরা কি তা পারব?
—তাহলে চলুন, নিজেদের ভালো করি।
—কিন্তু ওরা কি তা করতে দেবে?
—তাহলে ওদের ভালো করি।
—তার কি কোনো দরকার আমাদের আছে?
—তাহলে ওরা আমাদের ভালো করুক।
—ওরা কেন তা করতে যাবে?
—তাহলে ওরা নিজেদের ভালো করুক।
—সে ক্ষেত্রে আমাদের কী করার আছে?
পূর্ববর্তী:
« স্লিম হওয়ার সিক্রেট
« স্লিম হওয়ার সিক্রেট
পরবর্তী:
সৎ ও নীতিবান »
সৎ ও নীতিবান »
Leave a Reply