মাছবিক্রেতাকে ক্রেতা বলল, ‘মাছগুলো তো প্রায় মরে গেছে।’
বিক্রেতার উত্তর, ‘মাছ তো আর জ্যান্ত জ্যান্ত খাওয়ার জিনিস না!’
ক্রেতা: ‘মরা মাছের দাম তো কম হওয়া উচিত।’
বিক্রেতা: ‘তাইলে তো আমার ব্যবসাই ছেড়ে দেওয়া উচিত।’
ক্রেতা: ‘কেন?’
বিক্রেতা: ‘আপনি ঘরে নিয়ে মাছ মাইরেই খাবেন, তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমার জলায় মাছ—মরা দেখলেই যত্ত অসুবিধা!’
ক্রেতা উত্তর দেবে আর কী?
লক্ষ্মী চক্রবর্তী
কোতোয়ালি, নতুন উপশহর, যশোর।
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ০৫, ২০১১
Leave a Reply