রহিম সাহেবের টেলিভিশনের দোকানে একদিন এক ছোকরা এল।
ছোকরা: চাচা, আমাকে একটা রেডিও দিন তো।
রহিম সাহেব: আমার দোকানে রেডিও নেই।
পরদিন আবারও এল ছোকরা।
ছোকরা: চাচা, আপনার দোকানে কি রেডিও আছে?
রহিম সাহেব: বললাম তো নেই!
পরদিন ছোকরা আবার এল। আবারও একই কথা! এবার খেপেই গেলেন রহিম সাহেব। ‘এই ছোকরা, তোকে বলেছি না, রেডিও নেই! আবার এলে একদম সুই-সুতা দিয়ে মুখ সেলাই করে দেব।’
পরদিন আবার এল ছোকরা।
ছোকরা: চাচা, আপনার দোকানে কী সুই-সুতা আছে?
রহিম সাহেব: না!
ছোকরা: তাহলে আমাকে একটা রেডিও দিন!
পূর্ববর্তী:
« বিরক্ত
« বিরক্ত
পরবর্তী:
বিরতির সময়টুকু বাদ »
বিরতির সময়টুকু বাদ »
Leave a Reply