বিকেল বেলা ফুটপাত ধরে হাঁটছিলেন ইদরিস সাহেব। এমন সময় লক্ষ করলেন, একটি ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ছেলেটির পাশেই দাঁড় করানো আছে একটি সুদৃশ্য সাইকেল।
ইদরিস সাহেব: কী ব্যাপার খোকা, কাঁদছ কেন?
খোকা: আজ আমার জন্মদিন।
ইদরিস সাহেব: সে তো ভালো কথা! শুভ জন্মদিন!
খোকা: সকালে বাবা আমাকে এই সাইকেলটা উপহার দিয়েছেন। আমি সাইকেল নিয়ে বেড়াতে বেরিয়েছি। (কান্নার বেগ একটু বাড়ল!)
ইদরিস সাহেব: বাহ্! খুব সুন্দর তোমার সাইকেল।
খোকা: বাসায় আমার সব বন্ধু বেড়াতে আসছে। (কান্নার বেগ আরেকটু বাড়ল!)
ইদরিস সাহেব: ভালো তো, বন্ধুরা নিশ্চয়ই তোমার জন্য অনেক উপহার নিয়ে আসবে।
খোকা: মা আমার জন্য বাসায় কেক নিয়ে অপেক্ষা করছেন। (কান্নার বেগ আরও একটু বাড়ল!)
ইদরিস সাহেব: সবই তো ভালো কথা, তো তুমি কাঁদছ কেন?
খোকা: কিন্তু আমি হারিয়ে গেছিইইই…! (এবারে হাউমাউ করে কেঁদে ফেলল সে।)
পূর্ববর্তী:
« আমি সাত সাগরের মাঝি…
« আমি সাত সাগরের মাঝি…
পরবর্তী:
আমি, না আত্মা »
আমি, না আত্মা »
Leave a Reply