‘কথা বলতে পারে, এমন একটি কুকুর বিক্রয় হবে’—এমনি বিজ্ঞাপন দেখে এক বাড়িতে হাজির হলেন করিম সাহেব। গিয়েই দেখা হলো কুকুরটির সঙ্গে।
করিম সাহেব: তুমি কথা বলতে পারো?
কুকুর: অবশ্যই!
বিস্ময়ে হতবাক হলেন করিম সাহেব। ‘কী আশ্চর্য’!
কুকুর: দীর্ঘদিন আমি রাশিয়ান সেনাবাহিনীতে গুপ্তচর হিসেবে কাজ করেছি। ইন্টারপোলের সঙ্গেও আমার বেশ ভালো যোগাযোগ। আমি অত্যন্ত উঁচু বংশীয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক রাজনীতিতে আমার দাদার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সেই আমাকে কি না আমার মালিক মাত্র ১০০০ টাকায় বিক্রি করে দিতে চাইছে, আফসোস!
কুকুরের মালিকের কাছে গেলেন করিম সাহেব। ‘এত চমৎকার একটা কুকুর আপনি বিক্রি করে দিতে চাইছেন! কেন?’
কুকুরের মালিক: করবই তো। ব্যাটা এক নম্বর মিথ্যুক!
পূর্ববর্তী:
« মিথ্যাবাদী
« মিথ্যাবাদী
পরবর্তী:
মিথ্যুক ডিটেক্টর »
মিথ্যুক ডিটেক্টর »
Leave a Reply