ক আর খ-এর সম্পর্ক দীর্ঘদিনের। ক খ-কে বিয়ে করতে চায়, কিন্তু মুখোমুখি সে কথা বলার সাহস পায় না। একদিন সাহস করে সে খ-দের বাড়িতে টেলিফোন করল।
ক: খ বলছ?
খ: বলছি।
ক: খ, অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলব ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। আমাদের সম্পর্কের তো অনেক দিন হলো। এবার আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছ, প্রিয়তমা?
খ: অবশ্যই প্রিয়তম! কিন্তু…।
ক: কিন্তু কী?
খ: তুমি যেন কে?
পূর্ববর্তী:
« তুমি বাদাম খেতে পার
« তুমি বাদাম খেতে পার
পরবর্তী:
তুমি ‘কেন’ খেলো »
তুমি ‘কেন’ খেলো »
Leave a Reply