হন্তদন্ত হয়ে ছুটে এল মাহিদ সাহেবের অফিসের টেলিফোন অপারেটর।
অপারেটর: স্যার, আপনার স্ত্রী বোধ হয় ফোন করেছিলেন।
মাহিদ সাহেব: ‘বোধ হয়’ মানে কী? নাম বলেনি?
অপারেটর: না, স্যার। তবে ফোন ধরতেই ওপাশ থেকে একটা নারীকণ্ঠ বলে উঠল, ‘মিনসের বাচ্চা মিনসে, আজ আসো ঘরে…!’
পূর্ববর্তী:
« মিথ্যে মিথ্যে অভিনয়
« মিথ্যে মিথ্যে অভিনয়
পরবর্তী:
মিমির খালা – বিশ্বজিৎ চৌধুরী »
মিমির খালা – বিশ্বজিৎ চৌধুরী »
Leave a Reply