জলি: হ্যালো, শফিক আছে?
অপর প্রান্ত থেকে: না, উনি তো একটু বাইরে গেছেন। আপনি কে বলছেন?
জলি: আমি তার স্ত্রী বলছি। শফিক ফিরলে বলবেন, আমি ফোন করেছিলাম।
কিছুক্ষণ পর আবার ফোন করল জলি।
জলি: হ্যালো, শফিক আছে?
অপর প্রান্ত থেকে একটি পুরুষকণ্ঠস্বর, ‘বলছি।’
জলি: আপনার নাম শফিক? কিন্তু আপনি তো আমার স্বামী নন! ওহ! দুঃখিত, আমি বোধ হয় ভুল নম্বরে ফোন করেছি।
অপর প্রান্ত থেকে: খুব ভালো করেছেন। এখন দয়া করে আমার শ্বশুরবাড়ির নম্বরটা নিন। সেখানে ফোন করুন, আর আমার স্ত্রীকে ব্যাপারটা বোঝান!
পূর্ববর্তী:
« ভুল ঠিকানায় চিঠি
« ভুল ঠিকানায় চিঠি
পরবর্তী:
ভুল বোঝাবুঝি »
ভুল বোঝাবুঝি »
Leave a Reply