ভোর পাঁচটার সময় বেজে উঠল করিম সাহেবের টেলিফোন। ঘুম থেকে উঠে ফোন ধরলেন তিনি।
করিম সাহেব: হ্যালো।
অপর প্রান্ত থেকে রাগত কণ্ঠস্বর: আমি আপনার প্রতিবেশী বলছি। আপনার কুকুরটা দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করছে। তার যন্ত্রণায় আমি ঘুমাতে পারছি না।
করিম সাহেব বিনয়ের সঙ্গে তাঁর প্রতিবেশীর নাম ও ফোন নম্বর জেনে নিয়ে ফোন রাখলেন।
পরদিন ভোর পাঁচটায় প্রতিবেশীকে ফোন করলেন করিম সাহেব, ‘শুভ সকাল। আপনাকে জানাতে ফোন করেছি যে, আমার কোনো কুকুর নেই।’
পূর্ববর্তী:
« যেভাবে একটি বিছানার চাদর দীর্ঘদিন ব্যবহার করবেন
« যেভাবে একটি বিছানার চাদর দীর্ঘদিন ব্যবহার করবেন
পরবর্তী:
যেমন খুশি তেমন লিখো »
যেমন খুশি তেমন লিখো »
Leave a Reply