দুই পুরুষের কথোপকথন।
—গত সপ্তাহে আমার স্ত্রীর চোখে বালু পড়েছিল। চিকিৎ সকের কাছে নিতে হয়েছিল এবং খরচ হলো এক হাজার রুবল।
—আমার স্ত্রীর চোখে গত সপ্তাহে পড়েছিল ফারের ওভারকোট। কিনে দিতে হলো এবং গচ্চা গেল ১০ হাজার রুবল।
—বাস আর ট্রামের মধ্যে তফাত কী?
—বাস পথের যেকোনো জায়গায় মানুষ চাপা দিতে পারে। আর ট্রাম পারে শুধু লাইনের ওপরে।
—আপনি কিন্তু অনেকক্ষণ ধরে দরজা খোলেননি!
—আপনিও কিন্তু অনেকক্ষণ ধরে বেল বাজিয়েছেন।
আমার স্ত্রী আমার খুবই যত্ন নেয়। আমার যা কিছু প্রয়োজন, সব করে। এই যেমন, সেদিন ডাক্তার বললেন, আমার দৃষ্টিশক্তি অটুট রাখতে সবুজ রং খুব উপকারী। অমনি আমার স্ত্রী দোকানে গিয়ে নিজের জন্য একগাদা সবুজ রঙের পোশাক কিনে এনেছে।
ঘোর সন্ধ্যায় দুই মাতাল টলতে টলতে হেঁটে যাচ্ছে দোকানের দিকে।
—তোমার কী মনে হয়, দোকান বন্ধ হওয়ার আগে দুই বোতল ভদকা কিনতে পারব তো?
—না মনে হয়।
—আচ্ছা, দুই বোতল না হোক, এক বোতল?
মস্কোর ভয়াবহ ট্র্যাফিক জ্যাম প্রসঙ্গে:
পাতালরেলে দাঁড়িয়ে আছে একজন, কিন্তু আসলে সে যাচ্ছে।
গাড়িতে চড়ে যাচ্ছে একজন, কিন্তু আসলে সে দাঁড়িয়ে আছে।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১১, ২০১১
Leave a Reply