—হবু সন্তানের চেহারা হওয়া উচিত কার মতো?
—বাবার মতো।
—না, স্বামীর মতো।
একটি সুখী পরিবারে স্বামী ও স্ত্রীর সমান অধিকার থাকে। বিশেষ করে স্ত্রীর।
স্বামী-স্ত্রী বসে টিভিতে মেক্সিকান রোমান্টিক সিরিয়াল দেখছে। একসময় স্ত্রী বলল, বউকে কীভাবে ভালোবাসতে হয়, এবার বুঝতে পারছ?
—কিন্তু এর জন্য স্বামী কত পারিশ্রমিক পায়, তা তুমি জানো?
মদ্যপ স্বামীকে শর্ত দিল স্ত্রী, হয় আমি, নয়তো ভোদকা।
একটু ভেবে নিয়ে স্বামী প্রশ্ন করল, কয় লিটার ভোদকা?
অফিসে ডিরেক্টর জিজ্ঞেস করছেন, লাই ডিটেক্টর কী জিনিস, তোমার জানা আছে?
—জি, স্যার। আমি দু বছর হলো বিবাহিত।
এক মেয়ে গল্প বলছে তার বান্ধবীকে, আমাকে একই সঙ্গে দুজন পুরুষ বিয়ের প্রস্তাব দিয়েছে। বুঝতে পারছি না, কাকে দিয়ে শুরু করব।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৪, ২০১১
Leave a Reply