করিম সাহেব একটা বড় দোকানে কেনাকাটা করছিলেন। হঠাৎ এক বৃদ্ধা করিম সাহেবকে দেখে কেঁদে ফেললেন।
করিম সাহেব: কাঁদছেন কেন?
বৃদ্ধা: বাবা, তুমি দেখতে ঠিক আমার সন্তানের মতো। তাই চোখের পানি সামলাতে পারলাম না। কিছু মনে করো না, বাবা।
করিম সাহেব: না না, ঠিক আছে। বলুন, আমি আপনার জন্য কী করতে পারি?
বৃদ্ধা: তেমন কিছু করতে হবে না। তুমি শুধু আমাকে মা বলে ডেকো।
করিম সাহেব: ঠিক আছে, মা।
কিছুক্ষণ পর কেনাকাটা শেষে চলে যাওয়ার সময় দোকানের দরজার কাছে দাঁড়িয়ে বৃদ্ধা করিম সাহেবকে বললেন, ‘আসি, বাবা।’
করিম সাহেব: বিদায়, মা।
করিম সাহেব কেনাকাটা শেষে দেখলেন তাঁর বিল হয়েছে ১০ হাজার টাকা।
করিম সাহেব: কিন্তু আমি তো মাত্র ৫০০ টাকার জিনিস কিনলাম।
বিক্রেতা: তাহলে আপনার মায়ের বিল কে দেবে?!
Leave a Reply