স্কুলে আট বছর বয়সী ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট চলছে। খেলার মাঝখানে এক খেলোয়াড়কে ডেকে নিলেন কোচ।
কোচ: যা বলছি, মন দিয়ে শোনো। ফাউল হলেই রেফারির দিকে তেড়ে যেতে হয় না।
খেলোয়াড়: হুমম্।
কোচ: জয়-পরাজয় যা-ই হোক, সেটা খেলারই অংশ। হেরে গেলে তা নিয়ে উত্তেজিত হলে চলবে না।
খেলোয়াড়: হুমম্।
কোচ: আর কোচ যদি তোমাকে মাঠ থেকে উঠিয়ে অন্য কাউকে খেলতে নামান, সেটা আরেকজনকে সুযোগ করে দেওয়ার জন্য। এটা খেলারই নিয়ম। এ জন্য কোচকে গালিগালাজ করা চলবে না। যা বলেছি সব বুঝতে পেরেছ?
খেলোয়াড়: হুমম্।
কোচ: গুড। এখন যাও আর তোমার মাকে এ কথাগুলো বোঝাও!
পূর্ববর্তী:
« ছাতায় ফুটো কেন
« ছাতায় ফুটো কেন
পরবর্তী:
ছাত্রলীগ কেন সেরা »
ছাত্রলীগ কেন সেরা »
Leave a Reply