—আপনাদের পরিবারের আর্থিক অবস্থা কেমন এখন?
—আমি মাসে পাই ১৫ হাজার রুবল, তারপর স্ত্রীও পায় ১৫ হাজার রুবল।
—সাকুল্যে ৩০ হাজার মাসে? বেশ তো!
—না, আপনি বোঝেননি। সাকুল্যে ১৫ হাজার। প্রথমে আমি বেতন পাই ১৫ হাজার রুবল, পরে আমার স্ত্রী আমার কাছ থেকে পায় ১৫ হাজার রুবল।
রাশিয়ার রাষ্ট্রীয় প্রতীক হওয়া উচিত কিউপিড—পশ্চাদ্দেশ অনাচ্ছাদিত, তবে অস্ত্রধারী এবং সবাইকে ভালোবাসা সেধে বেড়ায়।
আবহাওয়া পরিদপ্তরের এক কর্মচারী বলল, আজ মাঝরাতের পরপর ঝড় হওয়ার আশঙ্কা আছে।
তার সহকর্মী বলল, একদমই নেই! আগামী তিন দিনের ভেতরে ঝড়ের পূর্বাভাসের কথা বলা হয়নি।
—তুমি বুঝলে না হে! আজ আমার বাড়ি ফিরতে রাত হবে।
আনাড়ি ব্যাচেলরদের জন্য উপদেশ: রান্নাঘরে গরম হাঁড়ি এবং ঠান্ডা হাঁড়ির মধ্যে চেহারায় কোনো পার্থক্য নেই।
প্রেমিকা জিজ্ঞেস করল প্রেমিককে, তুমি কি আমাকে সে রকম ভালোবাসবে, যেমন বাসত রোমিও জুলিয়েটকে?
—জানি না, পড়িনি।
—তুমি কি আমাকে সে রকম ভালোবাসবে, যেমন বাসত ওথেলো দেসদিমোনাকে?
—জানি না, পড়িনি।
—তাহলে তুমি কী পড়েছ?
—‘মুমু!’ বেশি ঘেউ ঘেউ করলে ডুবিয়ে মারব।
রুশ-ফ্রান্স যৌথ পারফিউম উৎপাদন প্রকল্প: শিশি দেবে ফ্রান্স আর রুশরা বানাবে পারফিউম।
সংকলন ও অনুবাদ: মাসুদ মাহমুদ
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২৭, ২০১১
Leave a Reply