—বিবাহিতা?
বিচারক প্রশ্ন করলেন মহিলা সাক্ষীকে।
দীর্ঘশ্বাস ফেলল মহিলা।
—অবিবাহিতা।
সেক্রেটারিকে লিখতে বললেন বিচারক।
—বিবাহিত?
বিচারক প্রশ্ন করলেন পুরুষ-সাক্ষীকে।
দীর্ঘশ্বাস ফেলল পুরুষ।
—বিবাহিত।
সেক্রেটারিকে লিখতে বললেন বিচারক।
আমদানিকৃত পণ্যের কারণে কত লোকের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধি পাচ্ছে!
এক লোককে জিনিস চুরির অভিযোগে তৃতীয়বারের মতো আটক করল এক দোকানের নিরাপত্তাকর্মী। তার পরে প্রশ্ন করল, বারবার ধরা পড়া সত্ত্বেও আমাদের দোকানেই কেন আস চুরি করতে! আর কোনো দোকান নেই?
লোকটি বলল, আপনাদের দোকানে জিনিসপত্রের দাম এত সস্তা!
লেকের পাড়ে বসে পানিতে পাথর ছুড়ছেন, কিন্তু টুপ করে শব্দ হচ্ছে না, ঢেউও উঠছে না পানিতে; এর মানে শীত পড়ে গেছে।
ট্রাফিক-লাইট সবুজ হওয়া সত্ত্বেও গাড়ি দাঁড় করিয়ে রেখেছে গাড়িচালিকা। ট্রাফিক পুলিশ এগিয়ে এসে বলল, আপনি যাচ্ছেন না যে! পেছনের গাড়িগুলো সব আটকে রেখেছেন তো!
গাড়িচালিকা বলল, কেমন করে যাই? সবুজ বাতি জ্বলছে যে! লাল বাতির জন্য অপেক্ষা করছি। দেখছেন না, আমার পোশাক লাল রঙের?
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১৩, ২০১১
Leave a Reply