মা বলছেন মজিদকে, মজিদ! স্কুলের সময় হয়েছে। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো।
মজিদ: মা, আমি আজ স্কুলে যাব না।
মা: আচ্ছা, তুমি যদি স্কুলে না যেতে চাওয়ার পেছনে দুটি যুক্তিযুক্ত কারণ দেখাতে পার, তাহলে আজ তোমার স্কুলে না গেলেও চলবে।
মজিদ: প্রথম কারণ, স্কুলের কোনো শিক্ষার্থী আমাকে পছন্দ করে না। আর দ্বিতীয় কারণ, স্কুলের কোনো শিক্ষক আমাকে পছন্দ করেন না।
মা: কিন্তু তবু তোমাকে যেতে হবে।
মজিদ: কেন?
মা: কারণ, স্কুলে যাওয়া তোমার কর্তব্য। ভুলে যেয়ো না, তুমি স্কুলের প্রধান শিক্ষক!
পূর্ববর্তী:
« প্রদীপের দৈত্য
« প্রদীপের দৈত্য
Leave a Reply