একজন ফিল্মের হিরো, একজন বৃদ্ধ আর এক স্কুলবালক বিমানে করে যাচ্ছিল। হঠাৎ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিল। বিমানে প্যারাসুট ছিল দুটি।
‘আমি ফিল্মের হিরো, ভক্তদের স্বার্থে আমার বেঁচে থাকা প্রয়োজন।’ বলেই একটা প্যারাসুট নিয়ে ঝাঁপিয়ে পড়ল হিরো।
‘আমার তো বয়স হয়েছে, আমি এমনিতেও বেশি দিন বাঁচব না। তুমি বরং অন্য প্যারাসুটটা নিয়ে চলে যাও’ শিশুটিকে বলল বৃদ্ধ।
শিশু: চিন্তা নেই দাদু, এখনো দুটো প্যারাসুটই আছে। শুধু আমার স্কুলব্যাগটা খুঁজে পাচ্ছি না! তাড়াহুড়ো করে হিরো বোধহয় সেটা নিয়েই…!
পূর্ববর্তী:
« ফিলামেন্ট নিয়ে ট্রান্সপ্লান্ট করার প্ল্যান
« ফিলামেন্ট নিয়ে ট্রান্সপ্লান্ট করার প্ল্যান
পরবর্তী:
ফিসটাও কি অর্ধেক দেব »
ফিসটাও কি অর্ধেক দেব »
Leave a Reply