আমড়া
আই অবজেক্ট। আমার কাঠের ঢেঁকি কোনো দিনই দেশের ঘুণে ধরা সমাজব্যবস্থার মতো ছিল না। সবই আমার প্রধান প্রতিদ্বন্দ্বী সেগুন ও মেহগনির ষড়যন্ত্র।
তাল
আমি কখনোই বিশ্বাস করি না, পিচ্চি একটা তিল থেকে আমার মতো গাট্টাগোট্টা ফলের জন্ম। এ ব্যাপারে ডারউইন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।
মাকাল ফল
হুহ্! যে যা-ই বলুক, আমি কিন্তু দেখতে অনেক সুন্দর। ভাবছি, সামনের বছর একটা ফলসুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে নিজেই বিচারক হয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করব।
বেল
গতকাল পাশের গাছের কাকটা এসে আম্মুকে বলল, আমি নাকি বেশি পেকেছি। আরে ব্যাটা, আমি পাকলে তোর কী?
কলা
কাঁচা থাকতে কেবলই ভাবছিলাম, আদার সঙ্গে সব গ্যানজাম মিটিয়ে ফ্রেন্ডশিপটা করেই ফেলব। কিন্তু তার আগেই একটি বিশেষ মহলের চক্রান্তে আমাকে গাছ থেকে পেড়ে কপার সালফেট দিয়ে পাকিয়ে দেওয়া হলো। আফসোস।
খেজুর
আমি ভাই বিশিষ্ট ভদ্র ফল। বিশ্বাস করুন আর না-ই করুন, আপনার গোঁফের সঙ্গে আমার জন্ম বা বৈবাহিক সূত্রে, এমনকি বিবাহবহির্ভূত সূত্রেও কোনো সম্পর্ক নেই। সবই বিরোধীদলীয় ষড়যন্ত্র।
কাঁঠাল
গাছে ধরতে না ধরতেই গোঁফে তেল মেখে আমাকে নামানোর পর এখন কিলিয়ে জোর করে পাকানোর অপচেষ্টা আমি কিছুতেই সফল হতে দেব না। নেভার এভার। আমি ফল নির্যাতন আইনে মামলা করব।
আঙুর
গুজবে কান দেবেন না। গাঁটের পয়সা খরচ করে নিজেই পরখ করে দেখুন, আমি টক কি না।
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ৩০, ২০১১
Leave a Reply