নেপাল = পাল টানাও।
বাক্য রচনা = নৌকায় বাতাস লাগছে, নে পাল নে পাল।
জার্মানি = টাকার বয়াম।
বাক্য রচনা = আমার টাকা বের করতে যদি জার্মানি ভাঙতে হয়, তবে তা-ই সই।
ইটালি = ইটাওয়ালি (ইট বিক্রেতা)
বাক্য রচনা = সিমেন্টের দোষে দেয়াল ভাঙল, তুই ইটাওয়ালিরে পিটাইলি কেন?
তাইওয়ান = তাই ওয়ান।
বাক্য রচনা = পড়াশোনা ঠিকমতো করি নাই, তাই ওয়ান পাইছি?
ঘানা = ঘা না।
বাক্য রচনা = আবুলের হাতে এমনি দাগ পড়ছে, এইটা ঘা না।
সুইডেন = সুঁই দেন।
বাক্য রচনা = দোকানদার মামা, একটা সুঁই দেন, আম্মা কাঁথা সিলাইব।
মরক্কো = মোরগ কই?
বাক্য রচনা = আধা ঘণ্টা আগে অর্ডার দিছি, আমার মোরগ কো?
ডেনমার্ক = মার্ক (নম্বর) দেন।
বাক্য রচনা = স্যার, আমার যা মনে আসে লিখছি, এইবার আপনি অনুমান কইরা দেন মার্ক।
মঙ্গোলিয়া = মন গলিয়া।
বাক্য রচনা = ছেলেটাকে দেখিয়া মেয়েটার মন গলিয়া গেল।
পানামা = পা নামা
বাক্য রচনা = মুরব্বির সামনে পা তুইলা বসছোস, কত বড় সাহস! পা নামা!
শ্রীলঙ্কা = সুন্দর মরিচ
বাক্য রচনা = বইসা বইসা শ্রী লঙ্কা দেখলে হইবো! ভাত খা।
থাইল্যান্ড = ঊরুর অংশ
বাক্য রচনা = আমার থাইল্যান্ডে একটা পিঁপড়া কামড়াইছে, উফ্ কী যে যন্ত্রণা!
নাইরোবি = সূর্য নাই।
বাক্য রচনা = চাঁদ দেখে মন হয় কবি, রাতের বেলায় নাইরবি।
ইন্ডিয়া = দিয়ার মাঝে।
বাক্য রচনা = পড়াশোনা ভালো লাগে না, আমি তো ইন দিয়ায় হারিয়ে গেছি।
সুদান = জুতা দান করা।
বাক্য রচনা = গরু মেরে সু দান!
ব্রুনাই = ভ্রু নাই।
বাক্য রচনা = মেয়ের তো ভ্রু নাই, প্লাক করব কী?
চায়না = চায়ে না।
বাক্য রচনা = আমার শরবতে যত ইচ্ছা চিনি দাও, কিন্তু চায় না।
কানাডা = দৃষ্টি প্রতিবন্ধী।
বাক্য রচনা = তোরে নিয়া বিরাট সমস্যা, দিনের বেলায় তো কিছু দেখোস বুঝলাম, রাতে তো কানাডা।
ভুটান = মাটির টান।
বাক্য রচনা = বিদেশে ছিলাম, এবার ভূ-টানে বাড়ি যাচ্ছি।
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ৩০, ২০১১
Leave a Reply