‘আমাকে দেখতে কেমন লাগছে’—মেয়েরা কি এই প্রশ্নের সত্যিকারের উত্তর জানতে চায়?
এক লোক রেলস্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাথা চাপড়াচ্ছে আর বলছে, ‘আমার এখন কী হবে! আমি ট্রেন মিস করেছি!’
আরেক লোক এগিয়ে এসে তাকে বলল, ‘শান্ত হোন। কত মিনিট লেট করেছেন আপনি?’
‘দুই মিনিট।’
‘মাত্র দুই মিনিট! অথচ আপনার চিৎকার শুনে মনে হচ্ছিল আপনি তিন ঘণ্টা লেট করেছেন!’
মদ্যপান চিরতরে ছেড়ে দেওয়ার বদলে দুই ক্রেইট ভোদকা বাজি ধরা শুধু রুশদের পক্ষেই সম্ভব।
মা জিজ্ঞেস করছে শিশুকে, ‘খাবার শেষে মুখ ধুয়েছ?’
‘মুখ ধুতে হবে কেন, মা? তুমি কি নোংরা খাবার খেতে দিয়েছিলে?’
ভারতীয় নাচ শেখা খুব সহজ: এক হাতে বাল্ব খোলার ভান করতে হবে আর অন্য হাতে কাল্পনিক কুকুরের গায়ে হাত বোলাতে হবে।
উর্দিবাণী
মুচকি হাসে কে ওখানে?…কেউ না? অথচ আমি স্পষ্ট শুনলাম!
সবাই একে অপরকে মেরে ফেললে ফেলুক! শুধু যুদ্ধ না হলেই হলো।
নিজের নাম-পদবির আদ্যক্ষরগুলো লেখো। তবে সংক্ষেপে।
এমনভাবে ‘হুররে’ বললে, যেন সারেন্ডার করতে যাচ্ছ!
ভেড়ার মতো চুল বড় রেখেছ যে! গর্জন করার শখ হয়েছে নাকি?
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ২৩, ২০১১
Leave a Reply