এক দৃষ্টিপ্রতিবন্ধী লোক তাঁর পোষা কুকুরটাকে নিয়ে রাস্তার ধার দিয়ে হাঁটছিলেন। কুকুরটার গলায় বাঁধা চেনের অপর মাথা তাঁর হাতে ধরা ছিল। হঠাৎ কুকুরটা একটি চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড় লাগাল। দৃষ্টিপ্রতিবন্ধী লোকটা কোনোমতে দুর্ঘটনা এড়িয়ে রাস্তার ওপারে পৌঁছলেন। পৌঁছেই তিনি পকেট থেকে কুকুরটাকে খাওয়ানোর জন্য বিস্কুট বের করলেন।
পথচারী: এই বেয়াদব কুকুরটার জন্য আরেকটু হলেই মরতে বসেছিলেন। তাকে এখন বিস্কুট খাওয়াবেন!
দৃষ্টিপ্রতিবন্ধী: আমি আসলে চড় মারার জন্য ওর মাথাটা খুঁজছি!
পূর্ববর্তী:
« চড় না মেরেই গাল লাল
« চড় না মেরেই গাল লাল
পরবর্তী:
চড়া দাম »
চড়া দাম »
Leave a Reply