এক বৃদ্ধ গতিসীমা অতিক্রম করে অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। ট্রাফিক পুলিশ তাঁকে আটক করল।
পুলিশ: আপনি যদি এত দ্রুতগতিতে গাড়ি চালানোর পেছনে কোনো যুক্তিযুক্ত কারণ বলতে পারেন, তাহলে আপনাকে ছেড়ে দেব।
বৃদ্ধ: আসলে, আমি একটু ভুলোমনা। আমি কোথায় যাচ্ছিলাম, সেটা ভুলে যাওয়ার আগেই আমি সেখানে পৌঁছতে চাই।
পুলিশ: ঠিক আছে, আপনি যেতে পারেন।
বৃদ্ধ: কোথায় যেন যাচ্ছিলাম?
পূর্ববর্তী:
« ভুলে যাওয়ার রোগ
« ভুলে যাওয়ার রোগ
পরবর্তী:
ভুলোমনা রোগ »
ভুলোমনা রোগ »
Leave a Reply