রতন আর রানা দুই বন্ধু গাড়িতে করে যাচ্ছিল। রতন পরপর দুবার লাল বাতি দেখেও গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে রাস্তা পেরিয়ে এল।
রানা: করছিস কী? লাল বাতি দেখেও তুই গাড়ি থামাচ্ছিস না!
রতন: আমি আমার বাবার কাছে এভাবে গাড়ি চালানো শিখেছি।
চলতে চলতে কিছুক্ষণ পর সিগনালে সবুজ বাতি জ্বলতে দেখে রতন গাড়ি থামাল।
রানা: কী হলো? এখন কেন গাড়ি থামাচ্ছিস?
রতন: উল্টো দিক থেকে বাবা ছুটে আসতে পারেন!
পূর্ববর্তী:
« গাড়ি চালাইলেই আগুন
« গাড়ি চালাইলেই আগুন
পরবর্তী:
গাড়ি চুরি »
গাড়ি চুরি »
Leave a Reply