বিক্রেতা সবজির মধ্যে পানি ছিটাচ্ছেন দেখে সর্দারজি চুপ করে এক কোনায় দাঁড়িয়ে রইলেন।
সর্দারজিকে দাঁড়িয়ে থাকতে দেখে সবজি বিক্রেতা বললেন, ‘কী ভাই, দাঁড়িয়ে আছেন কেন? সবজি কিনলে বলেন আর না কিনলে দোকানের সামনে থেকে চলে যান।’
সর্দারজির জবাব, ‘সবজি তো কিনতেই এসেছি। কিন্তু এত পানি ছিটানোর পরও তো আপনার সবজির হুঁশ আসছে না। সবজির হুঁশ ফিরে এলে এক কিলোগ্রাম সবজি কিনব, তাই দাঁড়িয়ে আছি।’
পূর্ববর্তী:
« সবজান্তা সমীপেষু – সেপ্টেম্বর ১০, ২০১২
« সবজান্তা সমীপেষু – সেপ্টেম্বর ১০, ২০১২
পরবর্তী:
সবাই কী ভাববে »
সবাই কী ভাববে »
Leave a Reply