জীবনটা খুব ছোট। তাই ভদকা খাই চুকচুক করে নয়, ঢকঢক করে।
জার্মানিতে উৎপাদিত পণ্যের মান নিয়ে সবাইকে উচ্ছ্বসিত প্রশংসা করতে শুনি। তারা চীন দেশের পণ্যগুলোর মান ধর্তব্যেই আনতে চায় না। একেবারেই ভিত্তিহীন ও অযৌক্তিক কথা এসব! চীনের দেয়াল দাঁড়িয়ে আছে দুই হাজার বছর হয়ে গেল। আর বার্লিনের দেয়ালটা টেকেনি পঞ্চাশ বছরও।
প্রেমিক ও স্বামীর মধ্যে পার্থক্য কী?
—প্রেমিকের সঙ্গে সময় কাটানোর সময় মাথা ঘোরে, আর স্বামীর সঙ্গে থাকলে মাথাব্যথা করে।
জাপানের ভয়াবহ বিপর্যয়ে মস্কোবাসীও সমব্যথী। তারা এখন স্থানীয় সুশি-বারগুলোর ওয়েটারদের বড় অঙ্কের টিপস দিচ্ছে।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৫, ২০১১
Leave a Reply