এক বিকেলে গলফ খেলতে বেরোলেন এক ভদ্রমহিলা। মাঠের পাশেই বন। ভদ্রমহিলার বাহুবলেই হোক আর বনের সৌন্দর্যে মুগ্ধ হয়েই হোক, বলটা একসময় হারিয়ে গেল সবুজ গাছগাছালির ভিড়ে। ভদ্রমহিলা বনে ঢুকলেন বলটা খুঁজে বের করতে। বলের সঙ্গে নয়, সাক্ষাৎ হলো এক ব্যাঙের সঙ্গে। ব্যাঙ বেচারা আটকে ছিল এক ফাঁদে। সর্দি-লাগা কণ্ঠে কথা বলে উঠল সেই ব্যাঙ, ‘আপা, আমাকে বাঁচান! বাঁচালে আমি আপনার তিনটা ইচ্ছা পূরণ করব।’
এ কথা শুনে ফাঁদ থেকে ব্যাঙটিকে বের করে আনলেন ভদ্রমহিলা। ফাঁদ থেকে বেরিয়ে ব্যাঙ মাথা চুলকিয়ে বলল, ‘অনেক ধন্যবাদ, আপা। বলেন আপনি কী চান, তবে একটা শর্ত, আপনি যা চাইবেন আপনার স্বামী এর দশ গুণ পাবেন।’
‘এটা কোনো সমস্যা না, ব্যাঙ। আমার প্রথম ইচ্ছা, আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বানিয়ে দাও।’
ব্যাঙ তাকে সতর্ক করে দিল, ‘ঠিক আছে। তবে এর ফলে কিন্তু আপনার স্বামী দশ গুণ সেরা সুন্দর পুরুষে পরিণত হবেন।’
‘তাতে তো কোনো সমস্যা নাই। আমি যদি সেরা সুন্দরী নারী হই, তাহলে সে তো আমাকে ছাড়া আর কাউকেই বেছে নিতে চাইবে না।’ উত্তর দিলেন মহিলা।
প্রথম ইচ্ছা পূরণের পর ব্যাঙ জানতে চাইল, ‘দ্বিতীয় ইচ্ছা?’
‘আমাকে পৃথিবীর সবচেয়ে ধনী বানিয়ে দাও।’
ব্যাঙ আবার তাকে সতর্ক করল, ‘এর ফলে কিন্তু আপনার স্বামীও আপনার তুলনায় দশ গুণ বড়লোক হবেন।’
‘কথা কম,’ মিষ্টি করে হাসলেন ভদ্রমহিলা, ‘আমার নিজের ধন-সম্পদ যেমন আমার স্বামীর, তেমনি আমার স্বামীর ধন-সম্পদ আমার নিজের। মানে আমিই হব দুনিয়ার সবচেয়ে ধনী!’
দ্বিতীয় ইচ্ছেও পূরণ হলো।
ভদ্রমহিলা এবার রহস্যময় হাসি হেসে জানালেন তার তৃতীয় ইচ্ছার কথা, ‘এবার আমার একটা মাইল্ড হার্ট অ্যাটাক বাধিয়ে দাও!’
তথাস্তু, তা-ই হলো!
গল্পের মোদ্দাকথা: ললনারা অতি চালাক। তাঁদের সঙ্গে ঝামেলা পাকাবেন না।
নারী পাঠকদের দৃষ্টি আকর্ষণ: আপনার জন্য গল্প এখানেই শেষ। পরের অংশটুকু আপনার জন্য পড়া নিষেধ।
পুরুষ পাঠকদের দৃষ্টি আকর্ষণ: নাখোশ না হয়ে পুরোটাই পড়ুন।
ভদ্রমহিলার তৃতীয় ইচ্ছার ফলে তাঁর পতিপ্রবর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন ঠিকই, তবে সেটা ছিল দশ গুণ কম মাইল্ড হ্যার্ট অ্যাটাক!
গল্পের মোদ্দাকথা: ললনারা যেমন বেশি বকেন, তেমনি বেশি চালাকও ভাবেন নিজেদের।
বি.দ্র.: আপনি যদি একজন নারী পাঠক হয়ে থাকেন এবং কৌতূহল না চাপাতে পেরে এতটুকু পড়ে ফেলেন, তাহলে একটি কথাই বলার আছে আমার, নিষেধ করলে পুরুষদের মতোই নারীরাও কোনো কথা শোনেন না।
ওয়েবসাইট অবলম্বনে মাহফুজ রহমান
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৫, ২০১১
Leave a Reply