এক লোক মনোরোগ বিশেষজ্ঞের চেম্বারে ঢুকে সোজা টেবিলের নিচে ঢুকে গেল। মনোরোগ বিশেষজ্ঞ তখনই কিছু না বলে খুব আস্তে ধীরে প্রায় ঘণ্টা দুয়েক ধরে তাকে বোঝাল, তার মনোরোগ যাচাই করল। অবশেষে লোকটা বের হয়ে এলে তাকে ফি দিতে বলল বিশেষজ্ঞ।
লোকটা তো ফি দিলই না, বরং রেগে গিয়ে বলে উঠল, ‘কিসের ফি? উল্টো আপনি আমার বিল দেন। আমি কাঠমিস্ত্রি। আপনার টেবিল ঠিক করতে এসেছিলাম।’
পূর্ববর্তী:
« মনোরোগ চিকিৎসা – লিওনিদ ইজমাইলভ
« মনোরোগ চিকিৎসা – লিওনিদ ইজমাইলভ
পরবর্তী:
মন্তব্য করতে চাই না, কারণ… »
মন্তব্য করতে চাই না, কারণ… »
Leave a Reply