চাকরি খুঁজব বলে নিজের সিভি প্রস্তুত করলাম, পুরোটা মন দিয়ে পড়লাম আবার। মনে হলো, এত চমৎকার এক লোককে চাকরিতে পাঠানো কি উচিত হবে?
ট্রাফিক জ্যাম। টোকা পড়ল গাড়ির জানালায়। কাচ নামাতেই একজন বলল, টেররিস্টরা প্রধানমন্ত্রী পুতিনকে জিম্মি করেছে। তারা বলছে, ১০ মিলিয়ন ডলার না পেলে তারা পেট্রলে পুড়িয়ে মারবে তাঁকে। আমরা কয়েকজন স্বেচ্ছাসেবী উদ্যোগ নিয়েছি একটা কিছু করার। আপনি সাহায্য করতে পারবেন?
—অবশ্যই পারব। লিটার পাঁচেক পেট্রল দিতে পারি।
শুধু রাশিয়াতেই এমন সংলাপ শোনা সম্ভব:
—কিছু নিয়ে ব্যস্ত?
—না। কাজ করছি।
জাপানের ভয়াবহ দুর্যোগের সময় সোমালীয় জলদস্যুরাও এগিয়ে এসেছে। তারা ঘোষণা দিয়েছে, এর পর থেকে তারা প্রতিটি জাপানি জাহাজের মুক্তিপণে ১০ শতাংশ ছাড় দেবে।
মেয়েলি যুক্তির উদাহরণ: গতকাল আমার স্ত্রী আমাকে নিয়ে সারা শহর পার হয়ে এক দোকানে দেখাতে নিয়ে গেল একটা স্কার্ট, যেটা তার পছন্দ হয়নি।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ১১, ২০১১
Leave a Reply