রাতে বিছানায় শুয়ে দুই সৈনিকের মধ্যে কথা হচ্ছে।
প্রথম সৈনিক: তুমি কি আকাশের তারাগুলো দেখতে পাচ্ছ? তারাগুলো তোমাকে কী মনে করিয়ে দিচ্ছে, বলো তো?
দ্বিতীয় সৈনিক: তারাগুলো আমাকে আমার ছেলেবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। আরও মনে করিয়ে দিচ্ছে আমার স্ত্রীর কথা। বাড়িতে থাকলে হয়তো আমরা দুজন একসঙ্গে তারা দেখতাম। আর তোমাকে? তোমাকে কী মনে করিয়ে দিচ্ছে তারাগুলো?
প্রথম সৈনিক: মনে করিয়ে দিচ্ছে, আমাদের মাথার ওপর সম্ভবত একটা তাঁবু ছিল এবং কেউ সেটা চুরি করে নিয়ে গেছে!
পূর্ববর্তী:
« তারকাদের প্রেম বিবাহ ব্রেক-আপ – আলিম আল রাজি
« তারকাদের প্রেম বিবাহ ব্রেক-আপ – আলিম আল রাজি
পরবর্তী:
তাল! তাল! »
তাল! তাল! »
Leave a Reply