মুক্তিযুদ্ধের সময় একজন তরুণ পাকিস্তানি পাইলটকে তার প্রশিক্ষক শিখিয়ে দিচ্ছিলেন কী করে যুদ্ধবিমান নিয়ে উড্ডয়ন করতে হয়, কী করে মিসাইল ছুড়তে হয়, কীভাবে রাডার ফাঁকি দিতে হয় ইত্যাদি।
তরুণ পাইলট: কিন্তু, স্যার, আমি ল্যান্ড করব কীভাবে?
প্রশিক্ষক: ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই ভাবনাটা বাংলাদেশি যোদ্ধাদের ওপর ছেড়ে দাও!
পূর্ববর্তী:
« ভাবনা
« ভাবনা
পরবর্তী:
ভাবাভাবি – ভ্লাস পশাতাই »
ভাবাভাবি – ভ্লাস পশাতাই »
Leave a Reply