নির্বাচনী পরীক্ষার রেজাল্ট দিয়েছে নোটিশ বোর্ডে। সব ছাত্র ও অভিভাবকের হুড়োহুড়ি এমন, যেন আগে দেখলে ভালো রেজাল্ট আর পরে দেখলে ফেল! আমাদের ক্লাসের চটপটে ছেলে প্রিন্স দৌড়ে নোটিশ বোর্ডের কাছে গিয়ে রেজাল্ট দেখতে যায়। একজনের পিঠে খাতা রেখে মার্কস তুলছে প্রিন্স। অঙ্কে ৯০, ইংরেজিতে ৯২ আর বাংলায় ৮১। একেকটা বিষয়ে মার্কস দেখছে আর আনন্দে খাতা রাখা পিঠ চাপড়াচ্ছে। পরে খেয়াল করে দেখে, শার্ট পরিহিত মানুষটি কোনো ছেলে নয়, একজন মেয়ে! পোশাক দেখে যা বোঝার কোনো উপায় ছিল না। এতক্ষণে লজ্জায় লাল হয়ে গেছে প্রিন্সের মুখ। অল্প বয়সী ওই মেয়ে বিষয়টি বুঝতে পেরে কিছু না বলে প্রিন্সের দিকে তাকিয়ে হাসতে থাকে।
মো. শাকিল রেজা
গোডাউনপাড়া, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১১
Leave a Reply